৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
লৌহজংয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
খবরটি শেয়ার করুন:

উপজেলার লৌহজংয়ের মাওয়া এলাকা থেকে ৬শ ৪৮ ক্যান বিদেশী বিয়ারসহ ১ জনকে আটক করেছে লৌহজং থানা পুলিশ।

সোমবার গভীর রাত সাড়ে ১২টায় লৌহজং থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদ পট্টির মোঃ আল আমিন এর ঘর তল্লাশী করে ৬শ ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করে। কান্দিপাড়া গ্রামের মোঃ মহন মাঝির ছেলে মোঃ আল আমিন (২৮) কে আটক করে।

লৌহজং থানার ওসি মোঃ আনিছুর রহমান জানান, আটক কৃত ব্লাক রয়েল ডাচ নামের এই বিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির বসত ঘরে রেখে বিক্রি করে আসছিল খবর পেয়ে সন্দেহ হলে তল্লাশী চালিয়ে এ গুলো উদ্ধার করি। এ ব্যাপারে মামলা হয়েছে।

error: দুঃখিত!