৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
লৌহজংয়ে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

রুবেল ইসলামঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে মঙ্গলবার বুধবার বিকেলে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও জাটকা ধরার তিনটি বাঁধ ভেঙ্গে ফেলা হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে মোঃ দাদন, মোঃ ইউনুছ, মোঃ আউয়াল, মোঃ আলিম উদ্দিন নামের চার ব্যক্তিকে আটকের পর ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

কোস্টগার্ড মাওয়া ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার ইব্রাহিম খলিল জানান, আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনির মিয়ার নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ সময় নদী থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং জাটকা ইলিশ ধরার তিনটি বাঁধ বিনষ্ট করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তিদের কে ৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদারসহ প্রশাসন ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জব্দ করা কারেন্ট জাল নদীর তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!