৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:০১
লাস্যময়ী রাশিয়ান মডেলের প্রেমের ফাঁদে রোনালদো!
খবরটি শেয়ার করুন:

মুহূর্তেই তিনি প্রতিপক্ষের জাল ছিড়ে বল পাঠিয়ে দেন গোলবারে। কিন্তু, এবার নিজেই আটকে গেলেন; তাও আবার প্রেমের ফাঁদে। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের নাম এসেছে তার বান্ধুবী হিসেবে। তবে এবার কিছুটা ফাঁদেই পড়েছেন।

প্রতিপক্ষের  জন্য  মূর্তিমান এ আতঙ্ক এবার নিজেই বোকা বনে গেছেন! রাশিয়ান এক মডেলকন্যার ফাঁদে পড়েছেন তিনি, রাশিয়ান মিডিয়ায় সোমবার এ নিয়ে চলেছে শোরগোল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রাশিয়ান মডেল ও ড্যান্সার এলিনা আলেকজান্দ্রোভা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চ্যাটিং করছিলেন। ক্রমেই গভীর হয়ে উঠতে থাকা চ্যাটের একপর্যায়ে এলিনা রোনালদোকে জানান, তিনিই যে রিয়াল মাদ্রিদ তারকা তা তিনি বিশ্বাস করেন না।

error: দুঃখিত!