৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
লাউ গাছের সাথে শত্রুতা কার?
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ডিসেম্বর, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাতের আঁধারে কৃষকের স্বপ্নে হানা দিয়েছে দুর্বৃত্তরা। কেটে ফেলেছে প্রায় ৪০০ লাউ গাছ।

গেল মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতি গ্রস্ত কৃষক মো.আনোয়ার হোসেন (৫৫) বুধবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায, লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের কৃষক আনোয়ার হোসেন শীত মৌসুমে প্রতি বছরের মত এবছরও প্রায় একশ (এক একর) শতাংশ জমিতে লাউ, টমেটো, কপিসহ অন্যান্য শাক সবজি আবাদ করেছেন। আজ বুধবার সকালে তিনি জমিতে গিয়ে দেখেন ৪শ লাউ গাছ কে বা কারা কেটে ফেলে রেখেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়র হোসেন বলেন, টাকা ধার করে বাৎসরিক চুক্তিতে এ বছর এক একর জায়গা নিয়ে সবজি আবাদ করেছিলাম। সপ্তাহ খানেক পরই লাউ বিক্রি করতে পারতাম। প্রায় ৪শ লাউ গাছ কেটে ফেলেছে। এতে আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!