মুন্সিগঞ্জ ১৯ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে হঠাৎ করে লবণ নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। লবণের দাম বেড়ে যাবে এমন কথা ছড়িয়ে পুরো মুন্সিগঞ্জজুড়ে বেশি দামে লবণ বিক্রি শুরু করেছেন দোকানদাররা। অথচ লবণের দাম বাড়ার যৌক্তিক কোন কারন নেই। দাম বাড়ছেও না লবণের।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘এ জেলায় লবণের কোনো সংকট নেই, কেবল গুজব ছড়িয়ে মূল্য বাড়ানো হয়েছে এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। লবণের দাম বৃদ্ধির গুজবের বিরুদ্ধে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ এর মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে। গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, দাম বেড়ে যাওয়ার কথা ছড়িয়ে ঢাকাসহ সারা দেশে লবণ কেনার হিড়িক তৈরির মধ্যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় সরকারি এক প্রেস নোটে বলা হয়েছে, দেশে লবণের কোনো সংকট নেই বা এমন কোনো সম্ভাবনাও নেই।
“লবণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনোভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”