মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।
আজ সোমবার (৫ এপ্রিল) সকালে লকডাউন তুলে নেওয়ার দাবিতে ‘লকডাউন মানি না’ বলে স্লোগান দেন ও সড়ক অবরোধ করে রাখেন সিপাহীপাড়ার ব্যবসায়ীরা। এসময় প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল থেমে যায়। পরে তারা সড়ক থেকে চলে যান।
সারাদেশে সোমবার থেকে রবিবার পর্যন্ত লকডাউন ঘোষণা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে, এরই প্রতিবাদে সিপাহীপাড়ায় শপিং মলের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ‘আমার বিক্রমপুর‘ কে জানান, বছরের এই সময়টিতেই বেচাকেনা বেশি হয়। এসময় হঠাৎ করে লকডাউনের সিদ্ধান্ত ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে। অনেক ব্যবসায়ী রমজান ও ঈদকে সামনে রেখে দোকানে নতুন মালপত্র কিনেছেন কিন্তু এমন সময় সপ্তাহব্যাপী লকডাউন দেওয়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তারা।
রোজা ও ঈদকে সামনে রেখে প্রতিদিন অন্তত ৪ ঘন্টার জন্য দোকান খোলা রাখার অনুমতির দাবি করেন বিক্ষোভকারীরা।