মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামীকাল ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে আজ তৃতীয়দিনেও দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তৃতীয় দিনের মত বাড়ি ফেরা মানুষ পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে পৌছাতে নানা রকমের যানবাহনে চড়ে ভিড় জমাচ্ছে ঘাট এলাকায়। অত্যাধিক সংখ্যক যাত্রীদের পারাপারে তৈরি হয়েছে হিমশিম অবস্থা।
পদ্মা পারাপারের জন্য ঘাট এলাকায় অপেক্ষা করেছে হাজার-হাজার ব্যাক্তিগত ও পন্যবাহী যানবাহন।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, যাত্রী ও যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।
এদিকে গনপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় লঞ্চ বন্ধ থাকায় বাড়তি চাপ পরেছে ফেরিগুলো। আর নিয়ম অমান্য করে কর্তৃপক্ষের সামনেই চলছে স্পীডবোট। এসব নৌযানে যাত্রীদের লাইফ জ্যাকেট, স্বাস্থ্যবিধি কোনটাই মানা হচ্ছে না। নেওয়া হচ্ছে সাধারণের চাইতে দ্বীগুন-তিনগুন বেশি ভাড়া। এছাড়া হাজার-হাজার যাত্রী ঝুঁকি নিয়ে ট্রলার যোগে পদ্মা পারি দিচ্ছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, লঞ্চ বন্ধে ফেরিতে যাত্রীদের বেশি চাপ পরেছে। যাত্রী সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।