১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:৪৯
রিট বাতিল, মিরকাদিমের নির্বাচন ১৪ তারিখেই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ ৩ মাসের জন্য স্থগিতের আদেশ আজ আপিল বিভাগে বাতিল হয়ে গেছে। এখন মিরকাদিম পৌরসভা নির্বাচনে আর কোন বাঁধা থাকলো না।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন সুপ্রীম কোর্টের দ্রুত বিচার আদালতের স্পেশাল পি পি অ্যাডভোকেট সালমা হাই টুনি।

তিনি জানান, মিরকাদিম পৌরসভার নির্বাচন নিয়ে হাইকোর্ট ডিভিশনের রিটের ‍বিরুদ্ধে আপিল করলে বিচারপতি নুরুজ্জামান ননির চেম্বার কোর্ট রিটের উপর শুনানি শেষে এটি বাতিল করে পুনরায় রায় দেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুল সহ মিরকাদিম পৌরসভার নির্বাচন স্থগিতের এ আদেশ দেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে মিরকাদিম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।