১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:০৫
রিকাবিবাজারে ‘মুজিববর্ষ সড়ক ও লেক ভিউ মিনি পার্ক’ উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) :

মুন্সিগঞ্জ সদরে রিকাবীবাজার খালের জমিতে দখল করে গড়ে তোলা ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সদর উপজেলা প্রশাসন। উদ্ধার হওয়া জমিতে প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে ‘মুজিববর্ষ সড়ক ও লেক ভিউ মিনি পার্ক’।

গতকাল বুধবার দুপুরে রিকাবীবাজার খাল সংলগ্ন পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকায় মুজিববর্ষ সড়ক নামের সোয়া ১ কিলোমিটার ওয়াকওয়ে ও পূর্বপাড়া এলাকায় লেক ভিউ মিনিপার্ক নামের একটি শিশুপার্কের উদ্ধোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল।

মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ লক্ষাধিক টাকা ব্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল সাংবাদিকদের জানান, বেদখল ও ময়লা আবর্জনা ফেলার কারণে দীর্ঘদিন যাবৎ মৃত প্রায় রূপ নিয়েছিলো সদর উপজেলার ঐতিহ্যবাহী রিকাবীবাজার খাল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে খালের দখলদারিত্ব উচ্ছেদ ও খালের নাব্যতা ফেরাতে উদ্যোগ নেয় মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। উদ্ধার হওয়া জমি যেনো আর বেদখল না হয় সেজন্য খালের পাশে ২৫ লক্ষাধিক টাকা ব্যায়ে ওয়াকওয়ে ও মিনি শিশুপার্ক নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, খালের নাব্যতা সংকট ফেরানোই এই খাল থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করার পেছনে মূল কারণ ছিলো। খুব শীঘ্রই ড্রেজিংয়ের মাধ্যমে খালের নাব্যতা ফিরিয়ে এনে খালটি আগের রূপে ফিরিয়ে আনা হবে। এছাড়া ময়লা ফেলার জন্য নির্মাণ করা হবে ডাম্পিং স্টেশন।

স্থানীয় কালাম হোসেন বলেন, এরকম একটি উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। মিনি পার্ক উদ্ধোধনের খবর শুনে ছোট ছেলেকে নিয়ে এসেছি। পার্ক দেখে আমার ছেলে খুব খুশি হয়েছে।

পার্কে ঘুরতে আসা স্থানীয় রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মাহিন হাসান বলছে, আজ স্কুল ছুটির পর নতুন পার্ক দেখে আমাদের স্কুলের সবাই এখানে চলে এসেছি। স্কুলের পাশে আবার অনেকের বাড়ির পাশে যখন খুশি তখন পার্কে আসতে পারবো তাই ভালই লাগছে।

রিকাবিবাজার-ইছামতি খাল বাচাঁও ও ধলেশ্বরী দূষণ-দখল প্রতিরোধ কমিটির আহবায়ক মনিরুজ্জামান শরিফ বলেন, খাল পাড়ের অবৈধ উচ্ছেদ পরিচালনা একটি প্রশংসনীয় উদ্যোগ। খাল দখলমুক্ত করা আমাদের একটি দীর্ঘদিনের দাবি ছিলো। এই খাল দিয়ে একসময় পদ্মা নদী পর্যন্ত যাওয়া যেত। দখলে-দূষণে এটি সরু হয়ে গেছিলো। স্বার্থান্বেষী মহলের যোগসাজশে একটি ভূমিখেকো চক্র টাকার বিনিময়ে খালের পারে ভবন নির্মাণ করেছিলো। যা প্রশাসন ইতিমধ্যেই উচ্ছেদ করেছে। আমরা আশা রাখি, খুব শীঘ্রই ড্রেজিং কার্যক্রম শুরু হবে। নদীর প্রবাহ ফিরে আসবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিব সরকার, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রিকাবীবাজার খাল উদ্ধারে অভিযানে নামে মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন। অভিযানে খালের সোয়া এক কিলোমটির অংশের ৫ শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরবর্তীতে খালের পাশে সেসব জমিতে ওয়াকওয়ে ও মিনি শিশুপার্ক নির্মান করা হয়।

error: দুঃখিত!