খালেদা জিয়ার কারাদণ্ডের রায় নিয়ে উচ্ছ্বাস দেখাতে নেতাকর্মীদের বারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় হওয়ার পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “সরকার নয়, রায় দিয়েছে আদালত। নেতাকর্মীদের বলব, এ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
“মারামারি, লাফালাফি, দাপাদাপির কোনো প্রয়োজন নেই। আমরা ঠাণ্ডা মাথায়, সতর্কভাবে, রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করব।”
বিএনপির বিক্ষোভ সহিংস হলে ‘পুলিশ তা মোকাবেলা করবে’ বলে জানান তিনি।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।