মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চসার জোড়পুকুরপাড় ও মুক্তারপুর সেতু এলাকায় ২০০ পথচারী ও শিশুদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা পাভেল জানান, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় গরিব-দুস্থ পথশিশু ও সাধারণ পথচারীদের মাঝে মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আজকে ইফতার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, সহ সম্পাদক হাবিবুর রহমান শুভ্র, সদস্য নাইমুর রহমান ও সৌরভ রায়।