মুন্সিগঞ্জ, ২০ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকায় শেখ রাসেল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় রামপাল ইউনিয়নের কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কাজী কসবা পল্লীমা সংসদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন বয়সী খেলোয়াড়দের নিয়ে দুইটি বিভাগে সর্বমোট ৭২ টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ছোট দল থেকে ‘জয় বাংলা’ টিম চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় ‘নীল আকাশ’ টিম। অন্যদিকে বড় দল বিভাগ থেকে ‘উত্তর কাজী কসবা আয়াত সংসদ’ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় ‘পল্লীমা সংসদ’ টিম।
তোফাজ্জল হোসেন টি আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনিরুজ্জামান রিপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস।