মুন্সিগঞ্জ, ১৫ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বসন্তকালীন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টা’র দিকে আদর্শ মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে পানহাটা সিকদার বাড়ি মাঠে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার আমার বিক্রমপুর।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: শিপু হাওলাদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিমারা পুলিশ ফাঁড়ির এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এনামুল হক।
উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ও রামপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী রব মিয়া। খেলা পরিচালনা করেন, রামপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মহিউদ্দিন শেখ।
উদ্বোধনী দিনে কাজীকসবা স্পোর্টিং ক্লাব ও আমতলা যুব সংঘের মধ্যকার খেলায় ৪-০ গোলে কাজীকসবা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
নকআউট পদ্ধতিতে এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বিভিন্ন এলাকার ৩২টি ফুটবল টিম।