৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নৃশংস খুন: লোহার পাইপ দিয়ে হাত ভাঙে প্রান্ত, রড-হকিস্টিক দিয়ে পা ভাঙে শোভন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকায় পূর্ব বিরোধের জেরে নয়ন মিজি হত্যার ঘটনায় রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ও স্থানীয় কিশোর গ্যাং লিডার শোভন তালুকদারের বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত এজাহারটি হত্যা মামলায় রুপান্তর হয়েছে।

মামলার এজাহারে প্রান্ত শেখকে ১ নং ও শোভন তালুকদারকে ৩ নং আসামি করা হয়েছে। নিহত নয়ন মিজির মা রাশিদা বেগম এ মামলার বাদি।

আরও পড়তে পারেন: রামপালে যুবক খুন: ছাত্রদল থেকে ছাত্রলীগে, ছাত্রত্ব নেই, তবুও ছাত্রলীগের পদ পায় প্রান্ত

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানান।

মামলার এজাহার ও ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত নয়ন মিজির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন (বুধবার, ৯ জুন) রামপালের সিপাহীপাড়া ভূইয়া বাড়ি রাস্তার উপর থেকে নয়নকে তুলে নিয়ে যায় আসামিরা। এরপর উত্তর কাজীকসবা এলাকার পেপার মিল সংলগ্ন শাকিলের মুদি দোকানের সামনে নিয়ে যায়। সেখানে ১নং আসামি খলিল শেখ এর ছেলে প্রান্ত শেখ (২৮), ২ নং আসামি প্রান্ত শেখের বড় ভাই চঞ্চল (৩২) ও ৫ নং আসামি গোয়ালগুন্নি এলাকার মতি দেওয়ানের ছেলে কাঞ্চন (২৬) নয়নকে ছুরি ও চাপাতি দিয়ে হাত পা ও পিঠে জখম করে। নয়নকে লোহার পাইপ দিয়ে পেটায় প্রান্ত। একপর্যায়ে নয়ন হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে হাতের ২ আঙুল ভেঙে যায়। ৫ নং আসামি গোয়ালগুন্নি এলাকার মতি দেওয়ানের ছেলে কাঞ্চন (২৬) ছুরি দিয়ে খুচিঁয়ে নয়নের চোখ তুলে ফেলার চেষ্টা করে। এসময় 

৩ নং আসামি সিপাহীপাড়ার মৃত আনোয়ার তালুকদার এর ছেলে শোভন তালুকদার (২৪) ও ৪ নং আসামি বাদশার ছেলে রনি (২৪) লোহার রড ও হকিষ্টিক দিয়ে দুই পা পিটিয়ে ভেঙে দেয়। ৫ নং আসামি গোয়ালগুন্নি এলাকার মতি দেওয়ানের ছেলে কাঞ্চন (২৬) নয়নের বাম পায়ের হাটুর নিচে সুইচ গিয়ার দিয়ে গুরুতর জখম করে। ৬ নং আসামি সিপাহীপাড়ার মৃত রহমান তালুকদারের ছেলে তৌকির তালুকদার (২৫) সুইচ গিয়ার দিয়ে নয়নের মুখ সহ বিভিন্ন অংশে জখম করে। এ মামলার ৭ নং আসামি শাখারীবাজার এলাকার নাসির ভূইয়ার ছেলে নাহিদ ভূইয়া (২০), ৮নং আসামি শাখারি বাজার এলাকার আল আমিন (২১) ও ৯ নং আসামি হাতিমাড়া এলাকার মৃত মজিবরের ছেলে অমিম (২৭) নয়নকে বাঁশের লাঠি, হকিস্টিক দিয়ে শারা শরীরে পিটায়।

নৃশংস হত্যাকান্ডের স্বীকার নিহত জনি (৩৩)। ছবি: আমার বিক্রমপুর।

আরও পড়তে পারেন: মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার কুপিয়ে মারলেন যুবককে

আরও পড়তে পারেন: রামপালে যুবক খুন: প্রান্ত-শোভনের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

আরও পড়তে পারেন: রামপালে যুবক খুন: ঘটনাস্থলে আগে যায় শোভন, ফোন পেয়ে যোগ দেয় প্রান্ত

মামলার বাদি নিহত নয়নের মা রাশিদা বেগম জানান, ঘটনা শুনে আমার ছেলে আমি ও নয়নের বউ মর্জিনা বেগম (২৮) ছুটে গিয়ে ঘাতকদের হাত থেকে নয়নকে বাঁচানোর চেষ্টা করি। এসময় ১ নং আসামি প্রান্ত শেখ ও ৩ নং আসামি শোভন তালুকদার আমাকে ও আমার ছেলের বউকে বেধম মারধর করে। ৪ নং আসামি রনি (২৪) ও ৫ নং আসামি গোয়ালগুন্নি এলাকার মতি দেওয়ানের ছেলে কাঞ্চন (২৬) আমার ছেলে বউর চুল ধরে টানাহেচড়া করে শরীরের জামাকাপড় খুলে ফেলে।

আরও পড়তে পারেন: রামপালে যুবক খুন: ছাত্রলীগের বড় নেতা হওয়ার স্বপ্ন ছিলো শোভনের

নিহত নয়নের মা রাশিদা বেগম বলেন, এই চক্রের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও পুলিশ কখনো ব্যবস্থা নেয়নি। তাই আজ আমার ছেলের প্রাণ গেলো ওদের হাতে। এই দেশে ন্যায়বিচার পাওয়া এখন দুরহ হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও পুলিশের আইজিপির কাছে সুষ্ঠ বিচারের দাবি করি। আর কোন মায়ের বুক যাতে এভাবে খালি না হয়।

এদিকে এ ঘটনায় দায়েরকৃত মামলার দুই এজাহারভুক্ত আসামীকে পুলিশ আটক করছে। এরা হচ্ছেন, ৬ নং আসামি সিপাহীপাড়ার রহমান তালুকদারের ছেলে তৌকির তাদুকদার (২৫) ও ৭ নং আসামি শাখারি বাজার এলাকার নাসির ভূইয়ার ছেলে নাহিদ (১৯)।

 

error: দুঃখিত!