মুন্সিগঞ্জ, ২৯ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ সোমবার (২৯ নভেম্বর) বিকালে মুন্সিগঞ্জ সদর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন সদর রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিশাদ। সদর থানার ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৮ নভেম্বর) রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর সন্ধ্যা ৬ টা’র দিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখের সমর্থক ইকবাল হোসেন ওরফে সিটি ইকবাল (২৩), মোঃ আরমান (৩০), ইমরান (২৭) সহ ১০-১২ জন রামপালের কাজীকসবা এলাকায় সদর রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিশাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরদিন অর্থাৎ আজ দুপুরে দ্বিতীয় দফায় তারা আবার বাড়িতে এসে হুমকি-ধমকি দেয়।
রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিশাদ বলেন, নির্বাচনে আমি আওয়ামী লীগ প্রার্থী মোশাররফ হোসেন মোল্লার সমর্থক ছিলাম। এ কারনে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখের লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়ে বাড়িঘর ভাঙচুর করে।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার সদ্য বিজয়ী চেয়ারম্যান বাচ্চু শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।