মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হযরত আলী লিটনকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টা’র দিকে রামপালের জোড়ারদেউল এলাকায় ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হযরত আলী লিটনকে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ জানান, আচরণ বিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগে মাইক বাজানো ও ১ ওয়ার্ডে একটির বেশি দুইটি মাইক ব্যবহার করায় মেম্বার প্রার্থী হযরত আলী লিটনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
জরিমানার বিষয়ে জানতে চাইলে ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হযরত আলী লিটন বলেন, আমি এ বিষয়ে জানি না। আমাকে জরিমানা করা হয় নাই।
ছবিতে আপনাকে দেখা যাচ্ছে বললে তিনি ফোন কেটে দেন।