১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:২৯
রামপালের বছিরননেছায় নিয়ম ভেঙে বাধ্যতামূলক কোচিং!
খবরটি শেয়ার করুন:
সৌরভ আহমেদঃ রমজান মাসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি বিধান অনুযায়ী বন্ধ থাকলেও মুন্সিগঞ্জ সদরের একটি বিদ্যালয়ে বাধ্যতামূলক কোচিং করতেই হচ্ছে শিক্ষার্থীদের।
মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের তিনসিড়িতে অবস্থিত বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী জানান, এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করানো হচ্ছে। সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষার্থীদের কোচিং করানো হয়। দীর্ঘ তিন ঘণ্টা এই কোচিং বিদ্যালয়ের শিক্ষকদের ধারা চলমান থাকে এবং কোচিং এ অনুপস্থিত থাকলে শাস্তিও দেয়া হয়।
শিক্ষার্থীদের নিকট এই কোচিং এর জন্য ৬০০ টাকা করে নেয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং–বাণিজ্য বন্ধে সরকারের করা নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
২০১২ সালে ওই নীতিমালা করা হয়েছিল।
এই নীতিমালায় সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষক তাঁর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে বা প্রাইভেট পড়াতে পারবেন না বলা রয়েছে। তারপরও শিক্ষার্থীদের উপর এরূপ অত্যাচার চালানো হচ্ছে।
error: দুঃখিত!