স্প্যানিশ লা লিগার ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঘরের মাঠে বার্সেলোনা আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে। আর রিয়াল মাদ্রিদ খেলতে যাবে সেভিয়ার মাঠে। ১০ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
গত ৩ অক্টোবওে মেসিবিহীন বার্সা সেভিয়ার কাছে হেরেছিল ২-১ ব্যবধানে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি দলটির। নেইমার-সুয়ারেজ জুটিই পথ দেখিয়ে চলেছে তাদের। মেসির ইনজুরির পর এই দুই তারকার পা ছুঁয়ে এসেছে ১৭ গোল। এর মধ্যে ব্রাজিলিয়ান সেনসেশনের ১১ গোল প্রমাণ করে, ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন তিনি। তাদের কল্যাণে চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগায় টানা ৩ জয় পেয়েছে বার্সা। ন্যু ক্যাম্পে ভিলারিয়ালের বিপক্ষে আজ বার্সার লক্ষ্য টানা চতুর্থ জয়।
এই মাঠে সর্বশেষ ৫ সফরেই হার নিয়ে ফিরতে হয়েছে ভিলারিয়ালকে। তবে মাঝ মাঠের দুরন্ত যোদ্ধা ইভান রাকিটিকের ইনজুরি একটু হলেও দুশ্চিন্তায় ফেলেছে বার্সাকে। তবে প্রতিপক্ষ শিবিরেও চোটের হানা কম নয়। এরিক বিলি, আদ্রিয়ান লোপেজ, মাতেও মোসাচ্চিও এবং সার্জিও আসেঞ্জো ছিটকে গেছেন ভিলারিয়াল একাদশ থেকে।
ভিলারিয়ালের বিপক্ষে আজ জয়ই চাইবে বার্সা। কারণ অপর ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। ইউরোপা চ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচে রিয়ালের হার আর ভিলারিয়ালের বিপক্ষে জয় তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে দেবে।
তবে সেটা নিশ্চয়ই সহজে হতে দিবে না সব ধরনের প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা রিয়াল। তারাও সেভিয়ার বিপক্ষে জয় তুলে নিতে আত্মপ্রত্যয়ী।