টাইগার মিডিয়ার বহুল আলোচিত প্রযোজনা সম্রাট এর শুটিং হল গতকাল দিনভর তেজগাঁওয়ের কোক ষ্টুডিওতে। শুটিংয়ে অংশ নেন নতুন জুটি ইন্দ্রনীল-অপু বিশ্বাস। নির্দেশনা দেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।
দিনভর চুটিয়ে শুটিং করেও কাজ শেষ হয়নি। গতকাল সারা রাত ইউনিট কাজ করে। এমনকি ভোর হয়ে এলেও শুটিং চলে। সেটাই জানাচ্ছিলেন পরিচালক রাজ, ‘সম্রাট’ আমার নাওয়া খাওয়া ঘুম সব কেড়ে নিয়েছে। এটা প্রতীকি অর্থে বলছি। কিন্তু গতকাল সত্যি আমি সারা রাত ঘুমোতে পারিনি। শুধু আমি নই, ইউনিটের কোনো লোক ঘুমাতে পারেনি। এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন দর্শক ‘সম্রাট’ দেখে বলবে, একটা ছবির মতো ছবি হয়েছে।’
পরিচালক জানালেন, ইন্দ্রনীল-অপু তাদের পেশাদারিত্বের সর্বোচ্চটা দেখিয়েছেন গতকাল সোমবার রাতে। সারারাত তারা দুজন কাজ করেছেন। ক্লান্তি ভুলে তারা শুটিংয়ে অংশ নিয়েছেন। ভোরে বিশ্রামে গেছেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা।
‘সম্রাট’ প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজনায় সিনেমাওয়ালা ও অর্কি প্রোডাকশন। এ ছবির টাইটেল স্পন্সর নিলয় হিরো। পাওয়ার্ড বাই ভিশন। কো-স্পন্সর ভাটিকা, বেঙ্গল, আপ এন টপ টেইলার্স, অ্যাপেক্স, কিসওয়ান, সায়মন বিচ রিসোর্ট। অনলাইন পার্টনার ‘ঢালিউড২৪.কম’ ও প্রিন্ট পার্টনার ‘সাপ্তাহিক ঢালিউড’।