মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রত মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ এর ঈদ পরবর্তী পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) জেলার সিরাজদিখানের ইছাপুরায় একটি ভোজনালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা মহিলা ভাই -চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর শাহাদাত হোসাইন, উচ্চ আদালতের আইনজীবি জাহিদুল ইসলাম জাহিদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খালিদ হাসান রাতুল, এসিএমও মো: সানাউল্লাহ ফাহিম।
সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মাহসিন ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রায়হান সাকিব, সংগঠনের সাবেক সভাপতি মো. শাহরিয়ার নিহাল, সাবেক সহ-সভাপতি শরীফ প্রধান, তাফসির হাসান, বর্তমান সহ সভাপতি ইসহাক বেপারি, অজিত চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সৈকত, খালিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইমরোজ ইশা, শিক্ষার্থী তাসনীম নূর লামিয়াসহ অন্যান্যরা।
বক্তব্যে শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে নিবেদিত থাকা ও মুন্সিগঞ্জের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।