অনেক নাটকীয়তার পর অবশেষে এফডিসিতে শুরু হয়েছে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবির শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। এতে শাকিবের সঙ্গে প্রথমে অভিনয় করার কথা ছিল পিয়া বিপাশার। কিন্তু শেষ পর্যন্ত ‘রাজনীতি’র ক্যামেরার সামনে দাঁড়তে পারছেন না পিয়া এমন খবর প্রকাশ পেয়েছে অনেক আগেই। নতুন খবর পিয়ার সাথে বাদ দেওয়া হয়েছে ছবিটির আরেক নায়ক জায়েদ খানকেও। পিয়ার পরিবর্তে শাকিবের সঙ্গে অপু বিশ্বাসকে দেখতে পাবে দর্শক। এদিকে জায়েদ খানের পরিবর্তে শাকিবের আপন ভাই হয়ে ছবিটিতে ঢুকে পড়েছেন আনিসুর রহমান মিলন।
পরিচালকের নিজের লেখা গল্পে পুরান ঢাকার রাজনীতি নিয়ে নির্মাণ করা হবে ছবিটি। কথা ছিল শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করবেন পিয়া এবং আপন ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন জায়েদ খান। শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হয়ে ও আপন ভাইয়ের চরিত্রে অভিনয় করাটা শুধুই স্মৃতি পিয়া ও জায়েদ খানের।
পিয়া বিপাশাকে বাদ দেওয়ার কারণ ‘রাজনীতি’তে চুক্তিবদ্ধ করার আগে পিয়ার সাথে কথা ছিল শুটিং শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো ছবিতে অভিনয় করতে পারবেন না তিনি। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরপরই জায়েদ খানের তত্বাবধানে এবং তার বিপরীতে ‘মনের রাজা’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন পিয়া। যার কারণে সঙ্গে সঙ্গে পিয়াকে বাদ দেওয়ার ঘোষণা দেন ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস। এরপর কয়েকদিনের মধ্যে পিয়াকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করেন তিনি। একই কারণে জায়েদকে বাদ দেওয়া হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে।
জায়েদ খানকে বাদ দেওয়ার প্রসঙ্গে বুলবুল বিশ্বাস কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত রয়েছি শুটিংয়ে। এখন অন্য কোনো দিকে খেয়াল করার সময় আমার নেই। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। অতীতে কি হয়েছে সেটা নিয়ে কথা বলার সময় নেই। এখন যারা অভিনয় করছে তাদেরকে দিয়েই ভাল একটি চলচ্চিত্র তৈরি করতে চাই।’
শাকিব, অপু ও আনিসুর রহমান মিলন ছাড়া ছবিটিতে আরো অভিনয় করবেন অমিত হাসান, আলী রাজ, পীযুষ বন্দোপাধ্যায়, জয়শ্রী কর জয়াসহ আরো অনেকে।