১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:০০
রাজধানীতে কোটি টাকাসহ ৫ জামায়াত নেতাকর্মী গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

রাজধানীতে নাশকতায় অর্থায়নের পরিকল্পনার অভিযোগে প্রায় দেড় কোটি টাকাসহ জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাসা থেকে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয় বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

এরা হলেন- জামায়াতের রুকন গিয়াসউদ্দীন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাসেম (৩২), ওসমান গনি (৪০) ও শাহাদাতুর রহমান (৪৫)।

ওসি রফিকুল বলেন, ‘৫ জানুয়ারিতে নাশকতা চালানোর লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের জড়ো করে অর্থের জোগান দেওয়ার চেষ্টা করছিলেন তারা।’

error: দুঃখিত!