মুন্সিগঞ্জ ২৫ নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দীতায় মাসুদ লস্কর সভাপতি নির্বাচিত হয়।
শনিবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয় ভবনে এ নির্বাচন উনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোঃ দুলাল হোসেন (মেম্বার), মোঃ আলিয়া রহমান, শেখ মোঃ সাইদুল ও মোঃ তাসের মাদবরকে বিনা প্রতিদ্বন্দীতায় পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়।
মহিলা অভিভাবক সদস্য মোসাঃ সুলতানা আক্তার ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং আবুল হোসেন বেপারী দাতা সদস্য নির্বাচিত হয়।