বলিউডের সবচেয়ে স্মার্ট তারকা যখন আনস্মার্ট হয়ে যায়, তখন তো বিষয়টি একটু অন্যরকম মনে হতেই পারে। হ্যা রণবীরের বন্ধু দিপীকা পাড়ুকোন এমন কথাই বললেন তামাশার সেটে এক ভিডিওতে।
সেখানে তিনি রনবীরকে ফেসবুক টুইটার ইন্সট্রাগ্রাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। রনবীর তার উত্তর দেয়ার চেষ্টা করেন। তখন দিপীকা পাড়ুকোন হেসে তা উড়িয়ে দেন। তিনি বলেন রণবীর আসলে এসব কিছুই জানেন না।
আর সত্যিই বলিউডের অন্যান্য তারকাদের মতো রণবীরের ফেসবুক, টুইটার বা ইন্সট্রাগ্রামে কোন কার্যক্রমও নেই।
দিপীকা তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে বলেন, আমাদের বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে কিছুই জানে না।