মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ফুটবলপ্রেমীদের জন্য আপাতত দুঃসংবাদই বটে। এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডের বেশ কয়েকটি ম্যাচ দেখা যাবে না মুন্সিগঞ্জ সুপারমার্কেট চত্বরের বড় স্ত্রিণে। এমনকি আজকের আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলাও দেখা যাবে না।
ফুটবল বা ক্রিকেট খেলা দেখার জন্য বড় স্ত্রিণের প্রতি দর্শকের আগ্রহ বরাবরই বেশি। তবে সুপারমার্কেট চত্বরের বড় স্ত্রিণে কারিগরি ত্রুটির কারণে সেটি চালানো আপাতত সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা।
মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব জানিয়েছেন, স্ত্রিণে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তাই আপাতত খেলা দেখানো যাচ্ছে না। তবে দ্রুতই এটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, শীঘ্রই বিশ্বকাপের পরবর্তী খেলাগুলো বড় স্ত্রিণে দেখানো যাবে।