৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
যেসব দেশে পতিতাবৃত্তি বৈধ
খবরটি শেয়ার করুন:

সমাজের রুদ্ধ যৌন পরিসর আর প্রেমহীন বাস্তবতায় সব দেশেই চলে পতিতাবৃত্তি। তবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এ পেশা নিয়ে কোনো কেউই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে বিশ্বের বহু দেশেই পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন৷

১. হল্যান্ডে পর্যটকদের মূল আকর্ষণই এই ‘পতিতাপল্লী’

হল্যান্ডে পতিতাবৃত্তি

নেদারল্যান্ডসে পতিতাবৃত্তি পুরোপুরি বৈধ। ইউরোপের দেশটির পতিতাপল্লী সত্যিকার অর্থেই বিশ্ববিখ্যাত৷ ঐ ‘রেডলাইট জোন’ দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক আসে আমস্টারডামে৷ নেদারল্যান্ডসের মতো ইউরোপের আরেক দেশ বেলজিয়ামেও দেহব্যবসা সম্পূর্ণ বৈধ৷

২. জার্মানি এবং ফ্রান্সে বৈধ হলেও কঠোর আইন

জার্মানি ও ফ্রান্সে পতিতাবৃত্তি

জার্মানি এবং ফ্রান্সেও দেহব্যবসা বৈধ৷ তবে সেক্ষেত্রে যৌনকর্মীদের মানতে হয় কঠোর আইন৷ জার্মানির কিছু শহরে এখনো যৌনকর্মীরা রাস্তায় নেমে খদ্দের ডাকতে পারেন না, ফ্রান্সেও ২০১৪ সালে এমন একটা আইন হয়েছে, যা মেনে যথেচ্ছ দেহব্যবসা করা খুব কঠিন৷

৩. সুইডেন আর নরওয়েতেও নিয়ন্ত্রিত পতিতাবৃত্তি

সুইডেন  ও নরওয়েতে পতিতাবৃত্তি

ফ্রান্স এর ২০১৪ সালের আইনটি প্রথম চালু হয়েছিল সুইডেনে, ১৯৯৯ সালে৷ এ কারণে আইনটি ‘সুইডিশ মডেল’ হিসেবে পরিচিত৷ এ আইনে যৌনকর্মীদের অধিকার রক্ষা করে দালালদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে৷

৪.সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার পতিতাবৃত্তি

সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও দেহব্যবসা বৈধ৷ তবে এ দু’টি দেশে ১৯ বচর বয়স না হলে কেউ দেহব্যবসায় আসতে পারেন না৷ যৌনকর্মীদের যাতে কোনো যৌনরোগ না হয়, কিংবা তাঁদের মাধ্যমে খদ্দেরদের মাধ্যে যাতে এইডস, সিফিলিস বা অন্য কোনো রোগ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে যৌনকর্মীদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে হয়৷ অবশ্য শুধু সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে নয়, জার্মানিতেও ঐ একই নিয়ম৷

৫. গ্রিস ও তুরস্কেও পতিতাবৃত্তি নিয়ন্ত্রিত

গ্রিসে পতিতাবৃত্তি

গ্রিস এবং তুরস্কেও পতিতাবৃত্তি পুরোপুরি বৈধ, তবে দেহ ব্যবসার আইন খুব কঠিন৷ জার্মানির মতো এই দু’টি দেশেও যৌনকর্মীদের স্বাস্থ্যবীমা করা বাধ্যতামূলক৷ এছাড়া যৌনকর্মীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান কিনা, তা সবসময় তদারক করা হয়৷ স্বাস্থ্যকার্ডেই লেখা থাকে স্বাস্থপরীক্ষার সব তথ্য৷

৬. দক্ষিণ অামেরিকায় অন্যরূপ

দক্ষিণ আমেরিকায় পতিতাবৃত্তি

দক্ষিণ অ্যামেরিকার অধিকাংশ দেশেই যৌনব্যবসা বৈধ৷ তবে কিছু দেশে মাফিয়া এবং মানবপাচার বড় সমস্যা হয়ে ওঠায়, এই ব্যবসার ওপর কড়াকড়ি এবং তদারকি বেড়েছে৷ দেহব্যবসাকে মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে রাখতে ব্রাজিল এবং মেক্সিকোতে রয়েছে কঠোর আইন৷ তারপরও দেশ দু’টিতে মাফিয়া চক্রের আধিপত্য রয়ে গেছে৷

৭. প্রতিবেশী হয়েও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার আলাদা নিয়ম

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পতিতাবৃত্তি

নিউজিল্যান্ডে যৌনব্যবসা একেবারেই বৈধ৷ তবে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার অনেক রাজ্যে এই ব্যবসা এখনো অবৈধ৷ ২০০৩ সালে আইন করে সব প্রাপ্তবয়স্কের জন্য যৌনব্যবসাকে বৈধ করে দেয় নিউজিল্যান্ড৷

error: দুঃখিত!