মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মুন্সিগঞ্জে তার নিজের ইউনিয়নে ঝাড়ু নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী ও স্থানীয়রা। আজমীর শেখ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় যুবলীগ নেতা আজমীর শেখের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী সংশ্লিষ্টতার অভিযোগ করেন মানববন্ধনকারীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখ ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য স্থানীয় একটি মহল ষড়যন্ত্র করে এই কর্মসূচি পালন করেছে। আমি এর নিন্দা জানাই।’
মানববন্ধনে অংশ নেন, রামপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী আজগর বেপারী, ইউপি সদস্য মহিউদ্দিন আহম্মেদ, সানি আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ কবির সোহেল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম জিতু, রামপাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পায়েল ফরাজি, সাধারণ সম্পাদক লিয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।