মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে মুন্সিগঞ্জের ৪ জন স্থান পেয়েছেন।
এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের মশিউর রহমান চপল ‘সাংগঠনিক সম্পাদক’, মুন্সিগঞ্জ সদর উপজেলার আব্দুর রহমান জীবন ‘সহ সম্পাদক’, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সুমন ‘সদস্য’ ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের আনিসুর রহমান রিয়াদ ‘সদস্য’ এর পদ প্রাপ্তির খবর নিশ্চিত হতে পেরেছে ‘আমার বিক্রমপুর’।
সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার। এর আগে বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।