১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৩৭
যুবদল নেতা সায়েম শেখের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সায়েম শেখ (৪৪) মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার (৭ মার্চ) দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

ভোরে মৃতদেহ উপজেলার দেউলভোগ নাপিত বাড়ী নিজ বাড়ীতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরে সকাল ১০ টায় দেউলভোগ দয়হাটা মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পার্শ্ববর্তী জান্নাতুল বাকি কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

error: দুঃখিত!