আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনিত সকল প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে নিজের সংসদীয় এলাকায় জনসমাবেশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
বুধবার (৩১ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশ শেষে নৌকা মার্কা সংবলিত ব্যানার-ফেষ্টুন সহ একটি র্যালী মৃণাল কান্তি দাসের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে জনসমাবেশস্থলে এসে শেষ হয়।
র্যালীতে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালী শেষে শেখ হাসিনার মনোনিত প্রার্থীদের নৌকা মার্কায় ভোটদানের আহবানে জনসমাবেশে ভাষন দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
জনসমাবেশের কিছু অংশঃ
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। জনসমর্থনের উপর ভিত্তি করে এ দলটি আজ দেশ পরিচালনা করে যাচ্ছে। সুতরাং এই আসনে যার জনসমর্থন বেশি দল তাকেই মনোনয়ন দিবেন।
মৃণাল কান্তি দাস এসময় আরও বলেন, বিগত ৪৭ বছরের রাজনৈতিক ইতিহাসে মুন্সিগঞ্জে কোন দলীয় সমাবেশে এত লোকসমাগম ঘটেনি। আজকে আপনারা নিঃসঙ্কোচ ও নিঃস্বার্থভাবে নৌকার পক্ষে রাজপথে নেমে এসেছেন আমি মনে করি ঠিক একইভাবে আপনারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।