২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সন্ধ্যা ৭:৪০
যাত্রাদলের নায়িকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত নায়ক
খবরটি শেয়ার করুন:

সাজঘরে ঢুকে যাত্রাদলের নায়িকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল নায়কের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার বহিত্রকুণ্ডা গ্রামে পালা ছিল ওই যাত্রাদলের। অভিযোগ, যাত্রা শুরুর আগে সাজঘরে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ঢুকে ওই মহিলার উপর যৌন নির্যাতনের চেষ্টা চালান। বৃহস্পতিবার নিগৃহীতা মারিশদা থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। এ দিন কাঁথি মহকুমা হাসপাতালে ওই অভিনেত্রীর শারীরিক পরীক্ষা হয়। শুক্রবার কাঁথি আদালতে গোপন জবানবন্দি দেন ওই মহিলা। যদিও অভিযুক্তকে এ দিন গ্রেপ্তার করেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরেই ওই যাত্রাদলে যোগ দিয়েছেন কলকাতার বাসিন্দা ওই মহিলা। যদিও খেজুরির বাসিন্দা ওই ব্যক্তি গত বছর থেকেই ওই যাত্রা দলের সঙ্গে যুক্ত। গত ২৪ অক্টোবর বহিত্রকুণ্ডা গ্রামে পালা শুরুর আগে সাজঘরে মেক-আপে ব্যস্ত ছিলেন নায়িকা। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় সাজঘরে ঢুকে অভিযুক্ত ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন। নির্যাতিতা চিৎকার করলে ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যান বলে অভিযোগ। যদিও ঘটনার পরে যাত্রা নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হয়। অভিযোগকারিনীর দাবি, ‘‘ঘটনার পরেই দলের দুই নারী সহকর্মী ও ম্যানেজারকে গোটা বিষয়টি জানাই। যদিও তাঁরা কোনও সাহায্য করেননি। তাঁরা আমাকে স্থানীয় থানাতেও নিয়ে যেতে চাননি। গোলমালের আশঙ্কায় সেই সময় আর কিছু বলিনি।

প্রশ্ন উঠছে, ঘটনার পরদিনই তিনি অভিযোগ দায়ের করলেন না কেন?

নির্যাতিতা দাবি করেন, ঘটনার পরদিন ২৫ অক্টোবর কলকাতার গড়িয়াহাট থানায় অভিযোগ জানাতে যাই। যদিও পুলিশ আমাকে মারিশদা থানায় অভিযোগ জানাতে বলে। ২৭ অক্টোবর মথুরাপুরে দলের পালা থাকায় অভিযোগ জানাতে দেরি হয়। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নই। এ বিষয়ে যাত্রাদলের মালিকের বক্তব্য, ঘটনার কথা শুনেছি। যাত্রাদলের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নেব।

সূত্র: আনন্দবাজার

error: দুঃখিত!