নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ২৬ পয়েন্টে অবস্থান নিয়ে কালো ব্যাজ ধারণ,কালো পতাকা উত্তোলন ,আলোচনা সভা,কাঙ্গালিভোজসহ নানা কর্মসূচী পালন করেন।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন গজারিয়া থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলাইমান দেওয়ান,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ,ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সাগর,সাধারণ সম্পাদক মোঃসোলাইমান সরকার,হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলের সভাপতি আব্দুল মতিন মন্টু,বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃহাবীব উল্লাহ্,সাধারণ সম্পাদক আল্-আমিন প্রধান,বালুয়াকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ীলীগের সভাপতি মোঃমুক্তার হোসেন,গজারিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃআলাউদ্দিন প্রধান,সধারণ সম্পাদক মোঃআনোয়ার হোসেন,বঙ্গবন্ধু সৈনিকলীগের
সভাপতি মোঃলিয়াকত আলী প্রধান,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিন,বঙ্গবন্ধু প্রজন্মলীগের সহ-সভাপতি সুমন প্রধান প্রমুখ প্রমুখ।