২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৪৩
মোল্লাকান্দি থেকে মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি ডিবি’র, আসামি কোথায়?
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন থেকে মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানের কথা জানিয়ে ডিবি গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে বলেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) অভিযানে মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকার সুরুজ হালদার (৬০) এর চৌচালা পরিত্যক্ত টিনের ঘর থেকে বোম্ব ও ককটেল তৈরির কাজে ব্যবহৃত ৫ কেজি বিস্ফোরক দ্রব্য, দুই কেজি কাচের টুকরা ও ৪০৮ পিস বিয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কথিত নেতা ইউসুফ ফকিরের ছোট ভাই খলিল ফকির (৩২) এর বিরুদ্ধে মামলা দায়ের করলেও ডিবির দাবি তারা আসামিকে ধরতে পারেনি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় খলিল ফকির সহ আরও ৩ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে।

তবে মূল আসামিকে কেন ডিবি ধরতে পারেনি এ বিষয়ে জানতে চাইলে তিনি অফিসে গিয়ে কথা বলার অনুরোধ জানিয়ে ফোন কেটে দেন।

 

error: দুঃখিত!