১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:১২
মোল্লাকান্দির তুহিনকে পিটিয়ে হত্যা, আ. লীগ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বড় মোল্লাকান্দি এলাকার আলমগীর সরকারের ছেলে শাহ আলম সরকার তুহিনকে (২২) পিটিয়ে হত্যার ঘটনায় ৪ দিন পর টংগিবাড়ী থানায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার মোল্লাসহ ২৫ জনের নামোল্লেখ করে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টা’র দিকে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত তুহিনের বাবা আলমগীর সরকার।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত দেওয়ান, যুবদল নেতা জিয়া সরদার ও নোয়াদ্দা এলাকার বাবু কাজি। এরা মোল্লাকান্দিতে বিবদমান আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যকার সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক।

গেল সোমবার মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বালুর মাঠে দুবৃত্তদের কাছে বেধড়ক মারধরের শিকার হন তুহিন। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলে মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যুবরণ করেন। নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়নে বিবদমান আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যকার বর্তমান চেয়ারম্যান রিপন হোসেনের সমর্থক। অপর পক্ষে রয়েছেন ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা।

তুহিন হত্যাকান্ডের ঘটনায় কল্পনা পক্ষের লোকজন দায়ী বলে অভিযোগ করেছেন নিহতের বাবা আলমগীর সরকার।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান মামলার তথ্য নিশ্চিত করে জানান, বাদীর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে ২৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৭-৮জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।

error: দুঃখিত!