মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২৩, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের বড় মোল্লাকান্দি এলাকার আলমগীর সরকারের ছেলে শাহ আলম সরকার তুহিনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ দিনেও থানায় মামলা হয়নি।
এ ঘটনায় গেল বুধবার রাতে টংগিবাড়ী থানায় ২৮জনের নামোল্লেখ করে নিহত তুহিনের বাবা আলমগীর সরকার বাদী হয়ে মামলা দায়েরের আবেদন করলেও তা রুজু হয়নি। তার অভিযোগ, মামলা থেকে ৩ জনের নাম বাদ দিয়ে এজাহার দিতে বলেছে পুলিশ। তানাহলে মামলা নিতে আপত্তি রয়েছে তাদের।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট থানার ওসি।
গেল সোমবার মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে দুবৃত্তদের কাছে বেধড়ক মারধরের শিকার হন তুহিন। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলে মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও শুক্রবার রাত ১০টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, এ ঘটনায় নিহতের বাবা অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বাদী যে ২৮ জনের নামে মামলার আবেদন করেছেন তার সবই এজাহারে রয়েছে। কোন নাম বাদ দেয়া হয়নি, বা বলা হয়নি।