মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার বাড়িতে বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
মঙ্গলবার সকাল ৭টা’র দিকে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার বসতবাড়ির ভেতরে বিকট বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা জানান।
তবে স্থানীয়দের এই দাবি অস্বীকার করে ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা জানান, এটি একটি গুজব। রাজনৈতিক বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করতে এই গুজব ছড়িয়েছে। আমার বাসায় কোন বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
অন্যদিকে বিস্ফোরণের খবর পেয়ে গতকাল সকাল ১১ টা’র দিকে মহসিনা হক কল্পনার বসতবাড়িতে সরেজমিন পরিদর্শনে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি। তার বসতবাড়ির ভেতরের রুমের সামনে গেইট তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরা তার বাসায় ঢুকতে সাংবাদিকদের বাঁধা দেন।
স্থানীয় আফজাল শিকদার জানান, সকাল ৭টা’র দিকে মহসিনা হক কল্পনার বাড়ির ভেতর থেকে বিকট শব্দ পেয়ে আমরা আতঙ্কগ্রস্থ হয়ে পরি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
মহসিনা হক কল্পনার প্রতিবেশী কয়েকজন জানান, সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হলে বিকট শব্দ পাওয়া যায়। তবে তাদের দাবির সত্যতা পাওয়া যায়নি। বাড়ির আশেপাশে কোন বৈদ্যুতিক ট্রান্সফরমারের অস্তিত্ব নেই।
মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কোন আলামত পাইনি। তবে বসতবাড়ির ভেতরের গেটটি তালাবদ্ধ ছিলো।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খাঁন জানান, এ বিষয়ে কারও পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি।