মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও বর্তমান চেয়ারম্যান রিপন হোসেন এর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের উপর ককটেল বিস্ফোরণও ঘটে।
হামলা-পাল্টা হামলার সময় ১ জন আহতের খবর পাওয়া যায়। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।
গতকাল বুধবার (২ মার্চ) ভোর রাত থেকে অন্তত সকাল সাড়ে ১০ টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় ইউনিয়নটির মহেশপুর, কংসপুরা, রাজারচর, আমঘাটা ও মাকহাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে গতকাল পুলিশ বর্তমান চেয়ারম্যান রিপন হোসেন সমর্থক ১ নং ওয়ার্ডের মেম্বার শহিদুল সহ ২০ জনকে থানায় নিয়ে আসে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।