১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
মোল্লাকান্দিতে শক্ত অবস্থানে নৌকার প্রার্থী রিপন হোসেন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর মুন্সিগঞ্জ সদর ‍উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেন শক্ত অবস্থানে রয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি বর্তমানে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোট চাইছেন নৌকা প্রতীকে।

১৯৬৯ সালে গঠিত ৬.১৪ বর্গ মাইলের ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের অধীনে ২৪টি গ্রাম রয়েছে। নদীবেষ্টিত এই ইউনিয়নের প্রধান সমস্যা অবকাঠামোগত উন্নয়ন। এছাড়া জমি সংক্রান্ত জটিলতায় ইউনিয়ন পরিষদের আধুনিক ভবন না থাকায় নাগরিক সেবাদানে পরিপূর্ণতার অভাবও রয়েছে।

এসব বিষয়কে সামনে রেখে ভোটারদের কাছে ইশতেহার দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেন। এতে করে ভোটারদের কাছে শক্ত অবস্থান তৈরি হয়েছে তার।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেন ‘আমার বিক্রমপুর’ কে বলেন, বাড়িতে বাড়িতে গিয়ে ঘুড়ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছি। ভোটাররা আশ্বস্ত করেছে তারা শেখ হাসিনার প্রতীকেই ভোট দিবেন।

তিনি বলেন, সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর মোল্লাকান্দিবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাই।

error: দুঃখিত!