মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা এলাকায় ককটেল ছুড়ে মাথার খুলি উড়ে ফেলে জালালকে হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুইজন আসামী হচ্ছে রাসেল ও হারুন।
আরও পড়ুন: মোল্লাকান্দিতে ককটেল হামলায় নৃশংস মৃত্যু
তাদের মঙ্গলবার মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করলে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে হারুনের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে সোমবার দিবাগত ভোরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।