১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১১
Search
Close this search box.
Search
Close this search box.
মোল্লাকান্দিতে ওকাপের ‘মানবপাচার প্রতিরোধ কমিটি’র সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৪ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ওকাপের ‘মানবপাচার প্রতিরোধ কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-(ওকাপ) বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় মোল্লাকান্দি ইউনিয়নের সভা কক্ষে এই ‘মতবিনিময় সভা’র আয়োজন করে।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সচিব বলহরি বাড়ৈ সভায় সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফিরোজ আলম, মোঃ মনির হোসেন, ইউপি সদস্য, হালিমা বেগম, কাকলী বেগম, নজিমন বেগম, পরিবার কল্যাণ পরিদর্শক (সহকারি) মাকসুদা আক্তার, চরডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, সাংবাদিক প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান জীবন ও মোল্লাকান্দি ইউনিয়নের ওকাপের ফোরাম সদস্যরা।

অনুষ্ঠানের সঞ্চালক ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-(ওকাপ) মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং বলেন, ‘মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি করাই এই কমিটির উদ্দেশ্য।’

তিনি এসময় আরও বলেন, ‘রাষ্ট্র, সমাজ ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য সকলের জেনেশুনে বিদেশ যাওয়া উচিৎ’

error: দুঃখিত!