১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মোল্লাকান্দিতে অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোলাকান্দি ইউনিয়নে অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী দুই গ্রুপের সংঘর্ষে নাছির সরদার (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় অস্ত্রসহ আফজাল হোসেন (৪০) ও দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই দু’গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে আবারো সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া চর ডুমুরিয়া কাঠবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ নাছির পূর্ব মাকহাটী গ্রামের নুরুল সরদারের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক আফজাল হোসেন ও দেলোয়ার হোসেন দেলু চৈতারচর এলাকার লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে ওরস অনুষ্ঠানে প্রথমে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের পক্ষ এবং সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মোল্লা পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুদ্দীন জানান, বুধবার সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। সকালে দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণসহ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় চর ডুমুরিয়া থেকে শর্টগানসহ আফজালকে ও পরে দেলুকে আটক করা হয়েছে।

error: দুঃখিত!