১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
মোবাইলের চার্জারের ভেতর রেখে অভিনব কায়দায় ইয়াবা ব্যবসা, অবশেষে ধরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অভিনব কায়দায় মোবাইলের চার্জারের ভেতর রেখে ইয়াবা ব্যবসার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়,  আজ রোববার (৪ জুলাই) মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মিরাপাড়া সাকিনস্থ জনৈক সফি হাজী এর অটো রিক্সার গ্যারেজের সামনে থেকে মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা মৃত আলাউদ্দিন হাওলাদার এর ছেলে এবাদুল হাওলাদার (৩৬) এর বাম হাতে থাকা মোবাইল চার্জারের ভিতর ১০০ পিছ ইয়াবা সহ আটক করা হয়। সে মিরাপাড়া এলাকার কাশেম মাদবর এর বাড়ির ভাড়াটিয়া।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, আটক আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!