মুন্সিগঞ্জ, ২৯ জুলাই, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে তাদের কাছ থেকে আপত্তিকর ছবি নিয়ে পরে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি নাদিম কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা’র দিকে সদর উপজেলার পানাম আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, আটক নাদিম হাসান (২৩) সদর উপজেলার রামপাল ইউনিয়নের দালালপাড়া এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী এক কিশোরী।
তিনি জানান, এসময় তার কাছ থেকে ব্ল্যাকমেইল এর ৪০ হাজার টাকা ও পর্ণগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে শতাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পরে তাদের কাছ থেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করতো।
ডিবি’র ওসি জানান, আসামীকে জেল হাজতে প্রেরণ করলে সে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে এবং শতাধিক মেয়ের সাথে সম্পর্কের কথা স্বীকার করে।