মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা বাজারে অভিযান পরিচালনা করে ২ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ মুন্সিগঞ্জ জেলা সহকারি পরিচালক আসিফ আল আজাদ এই বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন।
এসময় এস আলম মেডিসিন কর্ণারের মালিক মো. আলম হাওলাদার ও পপি ফার্মেসীর মালিক জাহাঙ্গীর আলমকে ৩ হাজার টাকা করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আসিফ আল আজাদ জানান, মেয়াদোত্তীর্ন পন্য বা ঔষধ বিক্রয় করার কারণে দন্ডবিধি ৫১ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। ভোক্তারা যাতে হয়রানী না হয় এবং কোন ভেজাল পণ্য যেন কেউ বিক্রি করতে না পারে সেজন্য জেলায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
বাজার অভিযানে সহযোগীতা করেন সিরাজদিখান উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর, জনাব শাহা আলম, অভিযানে নিরাপত্তা বিধানে সিরাজদিখান থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।