মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। এবার ১৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জুলাইয়ের শেষ সপ্তাহে প্রথম সভা করে ১৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে গত বৃহস্পতিবার আবারও সভা করে তা ২ অক্টোবর নির্ধারণ করা হয়।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে এবং ঈদুল আজহাকে সামনে রেখে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষার মাধ্যমে ১২৮টি সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৩১টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ২৬২ জন এবং ৯টি ডেন্টাল কলেজে ৫৩২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এছাড়া ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৯৫০ জন এবং ২৪টি ডেন্টাল কলেজে ১ হাজার ৮৩২ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।