চাঁদপুরের মতলবে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ষাটনল বাবুর বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন–ফুলচাঁন বর্মন, কাউসার, ইমাম হোসেন, জসিম উদ্দিন সরকার, শহীদ প্রধান, মিন্টু সরকার, বোরহান মেম্বার, নজরুল ইসলাম কাজল, হারুন সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘মেঘনা নদীর ষাটনল ইউনিয়নের বাসিন্দাদের বাধা উপেক্ষা দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না।’
তাঁরা বলেন, ‘অব্যাহত বালু উত্তোলনে ইউনিয়নসহ নদীর তীরের ১০ গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্কে আছেন। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি।’
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মতলব উত্তর উপজেলা সীমানায় মেঘনা নদীতে কোনো বালু মহাল নেই। পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলায় বালুমহাল রয়েছে। তারা সুযোগ মতো চাঁদপুর জেলা সীমানায় অবৈধভাবে প্রবেশ করে বালু কাটার চেষ্টা করে।’
আশরাফুল হাসান আরও বলেন, ‘প্রশাসন বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে। চাঁদপুর জেলা সীমানায় বালু কাটার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’