মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুুন্সিগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৩ জনকে আটক ও ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) মুুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী টাস্কফোর্স।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম শাকিব ‘আমার বিক্রমপুর’ কে জানান, টাস্কফোর্স ৬ টি অভিযান পরিচালনা করে হিরোইন ও গাঁজা সেবনরত অবস্থায় পাওয়ায় মোবাইল কোর্টে ৩ জনকে ৭ দিনের সাজা ও প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে এবং ১২ পিছ ইয়াবা সহ পাওয়ায় ১ জনের বিরুদ্ধে মুুন্সিগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়ে।
মাদক ও চোরাচালান প্রতিরোধে সদর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।