মুন্সীগঞ্জ সাইক্লিস্টস-এর এক বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) মুন্সীগঞ্জ শহরে সাইকেলের একটি র্যালী বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই র্যালী বের হয়।
র্যালীটি মুন্সীগঞ্জ নতুন বাসস্ট্যান্ড হয়ে লঞ্চঘাট প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে জন্মদিনের কেক কেটে এই দিনটিকে স্মরণীয় করে রাখা হয়।
র্যালীতে মিরপুর রাইডার্সের ওমিও আল সাকিব ও ওয়ার্ল্ড ট্যুর দেয়া ফয়সাল খান, এডভ্যাঞ্চার ক্লাব অফ চট্টগ্রাম-এর এডমিন রিফাত হাসান, নারায়ণগঞ্জের মাজহারুল শিকদার (মুসা) ও আন্ত: জেলা ভ্রমণে বের হওয়া সাভার জেলা সাইক্লিস্টসের সদস্যরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে মিরপুর রাইর্ডাস মুন্সীগঞ্জ সাইক্লিস্টসকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করে।