পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে সদর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক বাদশা মিয়ার কারেন্ট জালের গোডাউনে আগুন দিয়েছে দুবৃত্তরা। মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মালিপাথর গ্রামে এ ঘটনা ঘটে। এতে একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সদর থানার ওসি ইউনুচ আলী জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে গোডাউনে আগুন লাগে। পরে ৩০/৩৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষতির পরিমান আনুমানিক ৪০ হাজর টাকা। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি। ওসি আরও বলেন বাদশা মিয়া ও ইমরানদের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
গত বৃহস্পতিবার আমার ফুপাতোভাইে কাদের বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় ইমরান বাহিনী। এ সময় সে মারাত্মক জখম হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা আছে। একদিন যেতে না যেতেই শুক্রবার রাতে ইমরান বাহিনী তার মালিপাথর এলাকার বাড়ির একটি গোডাউন ঘরে আগুন দেয়। এসময় আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়। এ ঘটনায় থানায় এখন কোন মামলা হয়নি।