১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:৫৯
মুন্সীগঞ্জ সদরে পুকুর থেকে শিশু’র লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মালিরপাথর সেলিমের পুকুর থেকে নিজামউদ্দিন (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। বুধবার রাত ৭টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। নিজামউদ্দিন মালিরপাথর এলাকার মৃত কালাচানঁ মিয়ার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, মালিরপাথর এলাকার সেলিমের পুকুরে বিকেলে শিশু নিজামউদ্দিনের লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পায়। এরপর তারা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ রাত ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

মুক্তারপুর নৌ ফাড়িঁর উপপরিদর্শক (এস আই) মো. মোশারফ জানান, কিভাবে শিশু নিজামের মৃত্যু হয়েছে তার তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের কেউ মৃত্যুর ঠিক কারন বলতে পারছে না।